রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অটোভ্যানের ধাক্কায় আবির (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে আবির বিদ্যালয় সংলগ্ন রাস্তায় তার সহপাঠীদের সাথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর হন শিশু আবির।
এসময় আহত অবস্থায় স্থনীয়রা আবিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যায়। শিশুটি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র ছিলো।
পীরগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আ. দৈ/ সাম্য