ইতিমধ্যে গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি নিতে আবেদন আহ্বানসহ কার্যক্রম শুরু করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুচ্ছ থেকে বেরিয়ে গেছে।
এবার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল। গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল, ২০২৫ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট–ভিত্তিক।
এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট - এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময়ে নির্ধারিত ফি প্রদান করবেন। পরে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit Card ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ku.ac.bd -এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
১ম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ
সি (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) এবং ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) এবং বি (জীববিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ, বি এবং সি ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ডি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিটের (এ এবং সি) আবেদন ফির সঙ্গে অতিরিক্ত দুই শ টাকা প্রদান করতে হবে।
আ. দৈ/ সাম্য