শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 18 December, 2024, 4:50 PM  (ভিজিট : 20)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের মধ্যে একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৫তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মো. নাসির উদ্দিন, অধ্যাপক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান; মেজবাহ উদ্দিন, পরিচালক, পরিবহন দপ্তর (রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. সাজেদুল হক, পরিচালক, অর্থ ও হিসাব দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. সিদ্দিকুর রহমান, পরিচালক, আইন বিষয়ক দপ্তর (চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); হোসনেয়ারা বেগম, পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. আবু হানিফ, পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মু. আখতারুজ্জামান, পরিচালক, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); আবদুল মালেক সরকার, পরিচালক, প্রকাশনা ও বিপণন দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. আতাউর রহমান, পরিচালক, জনসংযোগ দপ্তর (বরিশাল আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এ এস এম রফিকুল আকবর, পরিচালক, কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); মো. হাছানুর রহমান, পরিচালক, শিক্ষক প্রশিক্ষণ দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); হাসান আমীর আহমেদ, পরিচালক, এস্টেট দপ্তর (রংপুর আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. শফিক উল্লাহ, পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তর (রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত); আ স ম আবদুল হক, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র; কাজী নাসির উদ্দিন, উপ-রেজিস্ট্রার, বরিশাল আঞ্চলিক কেন্দ্র; মন্নুজান বেগম, উপ-রেজিস্ট্রার, গ্রন্থাগার দপ্তর; ফাহিমা সুলতানা, উপ-রেজিস্ট্রার, প্রকাশনা ও বিপণন দপ্তর; মোহাম্মদ হোসেন, উপ-রেজিস্ট্রার, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং মো. আবদুস ছাত্তার, উপ-রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দপ্তর। 

সিন্ডিকেট সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, সহ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম, কোষাধজ্ঞ অধ্যাপক এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আ.দৈ/এআর 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
ইসিকে সরঞ্জাম সহায়তা দেবে ইউএনডিপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝