বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তবে এ সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানানো হয়েছে ফোর্বসের একটি প্রতিবেদনে।
এ বছর বিশ্বে ২ হাজার ৭৮১ জন শতকোটিপতির মধ্যে ৩৬৯ জন নারী (১৩ শতাংশের একটু বেশি), গত বছর এই সংখ্যা ছিল ৩৩৭ জন। এই ৩৬৯ জন কোটিপতির হাতে প্রায় দুই লাখ কোটি (১ দশমিক ৮ ট্রিলিয়ন) মার্কিন ডলার রয়েছে।
গত বছরের তুলনায় যা ২৪ হাজার কোটি ডলার বেশি। গত ২ এপ্রিল প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন থেকে একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ১০ নারী শতকোটিপতিকে।
আ. দৈ./ সাধ