শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের র্যাংকন মটর বাইকস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এর উপস্থিতিতে ব্যাংকের ভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মোঃ রিয়াদ হোসেন এবং র্যাংকন মটর বাইকস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার এ কে এম তৌহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, র্যাংকন মটর বাইকসের চিফ অপারেটিং অফিসার এ কে এম তৌহিদুর রহমান এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। র্যাংকন মটর বাইকস লিমিটেড সুজুকি ব্র্যান্ডের মটর বাইকস সরবরাহকারী প্রতিষ্ঠান।
উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কার্ডহোল্ডারগণ র্যাংকন মটর বাইকস লিমিটেড এর সুজুকি ব্র্যান্ডের মটর বাইকস ক্রয়ে ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ০% (শূন্য শতাংশ) ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, কার্ড ডিভিশনের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম সুমন, র্যাংকন মটর বাইকস লিমিটেড এর ডিভিশনাল হেড অব ফাইন্যান্স সালেহ আহমেদ, এফসিএমএ, ডিভিশনাল হেড অব মার্কেটিং জনাব ফাহিম হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারী জনাব শাহজালাল সরকার এবং ডিভিশনাল হেড অব এইচআর রেশাদ নবীনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আ. দৈ./ সাধ/ রমজান