সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। খবর এএফপির।
সোমবার তুরস্কের রাজধানীতে রাষ্ট্রদূতদের উদ্দেশে এক বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিশেষ করে জাতিসংঘ, সিরিয়ার জনগণের কাছে পৌঁছাবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়তা করবে।