সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘দিক থিয়েটার’ মঞ্চে আনছে 'এবং ইন্দ্রজিৎ'।এটি হবে ‘দিক থিয়েটার’ এর ৩০তম প্রযোজনা।
আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাটকের মঞ্চায়ন করা হবে বলে বলেছেন নাটকটির নির্দেশক জাকির হোসেন।
বাদল সরকারের লেখা নাটকটি ‘দিক থিয়েটার’এর ৩০তম প্রযোজনা। নাটকটির সহ-নির্দেশক হিসেবে আছেন দ্বৈপায়ন দাশ অনন্য ও নন্দনা দেবনাথ।
এর আগেও নাটকটি ‘দিক থিয়েটার’ মঞ্চায়ন করেছে। প্রথম মঞ্চায়ন হয় ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি।
পাপ্পু রায় ও আব্দুল বাছিত সাদাফের নির্দেশনায় নাটকটির ছয়টি প্রদর্শনী হয়েছিল। এবার নতুন করে নাটকটির নির্দেশনা দিচ্ছেন জাকির হোসেন।
তিনি বলেন, সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজের কিছু মানুষের মনস্তত্ত্বের সাথে নাটকটির প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায়। এজন্যই আমরা আবার নাটকটি মঞ্চায়ন করছি।
মঞ্চের দর্শক তৈরির উদ্দশ্যে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এ নাটকের প্রদর্শনীতে কোনো প্রবেশমূল্য রাখছে না নাট্যদলটি।
তবে অন্যান্য দর্শকের জন্য টিকেট মূল্য ১০০ টাকা, যা পাওয়া যাবে ক্যাম্পাসের অর্জুনতলায়।
এছাড়া টিকেটের জন্য 01540-124311 ফোন নম্বরে অথবা diktheatre@sust.edu ই মেইলে যোগাযোগ করা যাবে।
আ. দৈ/ সাম্য