বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কর্মসংস্থান ব্যাংক। রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট, রেইন্টেগ্রেশন অফ রিটার্নিং মিগ্রান্টস, প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
গত বুধবার প্রবাসী কল্যাণ ভবন কনফারেন্স রুমে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান এর উপস্থিতিতে কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময়ে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, ঋণ ও অগ্রীম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন, বোর্ড সচিব মো: ইকবাল হোসেনসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান