কন্ঠ শিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনক চাঁপার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় সিরাজগঞ্জের কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রবিউল হাসান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনের আসামী করে অভিযোগ দায়ের করেন।
রুমানা মোর্শেদ কনক চাঁপা ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন। তিনি আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, হামলার ঘটনায় রবিউল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মামলার আসামীদের মধ্যে রয়েছেন, কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি মহসিন রেজা বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমরা এমপি পদপ্রর্থী রুমানা মোর্শেদ কনক চাপার সমর্থক হওয়ায় অপর এমপি পদপ্রার্থী ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও তার সমর্থকদের সঙ্গে বিরোধ চলে আসছিলো। গতকাল ৪ ডিসেম্বর দুপুরে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে কনক চাঁপার পক্ষে প্রচারনা চালায় তার কর্মী সমর্থকরা। এসময় আসামীরা ধারালো ছুরি, রামদা, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে হামলা করে। এতে কনক চাঁপার অন্তত ১০ কর্মী সমর্থক আহত হয়। পরে তাদের উদ্ধার করে বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। অভিযোগে আমার নাম উল্লেখ করা হয়েছে। এবিষয়ে আমি কিছুই জানি না। আমার কোন সম্পৃক্ততা নেই।
আ. দৈ. / কাশেম /আশরাফ