সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ব্যাংক-বীমা
বেসিস ও এনআরবি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Monday, 2 December, 2024, 6:57 PM  (ভিজিট : 130)

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

গত বুধবার (২৭ নভেম্বর) এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বেসিস সদস্যদের জন্য বিশেষ দুটি সেবা চালু করেছে। স্টার্টআপদের জন্য জামানতবিহীন ফাইন্যান্সিং পণ্য “এনআরবি সূচনা” এবং বাণিজ্যিক ও এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য বিশেষ কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা। 

শনিবার (৩০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য বেসিস সদস্যদের ব্যবসায়িক প্রক্রিয়া সহজতর করা এবং নতুন উদ্ভাবনে সহায়তা করা। জামানতবিহীন ঋণের মাধ্যমে সদস্যরা তাদের ব্যবসা সম্প্রসারণে দ্রুত ও সহজে আর্থিক সেবা পাবেন। পাশাপাশি, বিশেষায়িত কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন খরচ ব্যবস্থাপনা পরিচালনায় সহজতা আনয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক বিপ্লব ঘোষ রাহুল ও মীর শাহরুখ ইসলাম, বেসিস সদস্য সেবা ও কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং বেসিস সেক্রেটারিয়েট সদস্য এস.এম. জাকারিয়া ইসলাম। এনআরবি ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন এবং এসএমই ও কার্ড বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান বলেন, এই চুক্তি বেসিস সদস্যদের জন্য সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। জামানতবিহীন ঋণ এবং কাস্টমাইজড কর্পোরেট ক্রেডিট কার্ড সেবা সমূহ শুধুমাত্র ব্যবসার পরিচালনা সহজ করবে না, বরং উদ্ভাবনী উদ্যোগ গুলোর বিকাশ এবং পুরো আইসিটি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহীন হাওলাদার বলেন, বেসিসের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে তারা জামানত ছাড়াই দ্রুত আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন।

বেসিসের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এই চুক্তিকে বেসিস সদস্যদের জন্য একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এই উদ্যোগ আমাদের সদস্যদের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করবে এবং তাদের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

এছাড়াও, অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এসএমই ও এগ্রি বিভাগের প্রধান এ.এম. জাহেদ এবং কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী এসএমই ফাইন্যান্সিং এবং কর্পোরেট ক্রেডিট কার্ড পরিষেবাগুলির সুযোগ ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, সেবাসমূহ বেসিস সদস্যদের জন্য আরও অর্থবহ ও কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।


আ.দৈ/এআর 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝