শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
রাজনীতি
ভারতকে হুঁশিয়ারি মির্জা আব্বাসের, ‘বাংলাদেশের ২০ কোটি লোক সোলজার’
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 1 December, 2024, 6:37 PM  (ভিজিট : 49)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।  আজ রোববার (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপত্বিতে বিশেষ অতিতি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব আবুল সালাম আজাদ, গণঅধিকার পরিষের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রমুখ।

ভারতীয় নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “তারা বলে যে ‘বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি’। ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি। আমরা বলি, আমরাই বাংলাদেশকে স্বাধীন করেছি, বরঞ্চ তোমরা (ভারত) পাকিস্তানকে ভাগ করেছিলে। তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়।”

ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা বলেছে, দু’টি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এমনি বলে, ‘চট্টগ্রাম দখল করতে চায়’। সবাই বলে বাংলাদেশ ছোট, গরিব দেশ। কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। ভারতকে একটা কথা মনে রাখতে, আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলব, আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪’ সালে হাসিনার পতনেও আমরা, আমাদের ছেলে-মেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।

আওয়ামী লীগ ১৫ বছরে দেশের সকল ইতিহাস নষ্ট করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে। একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি।

আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়। কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশা আল্লাহ, সঠিক সময়ে আমরা ন্যায় বিচার পাব। আমার এমন কোনো বছর নাই যে বছর জেলে যাই নাই। মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি চক্রান্ত করছে। কিন্তু আমরাসহ কয়েকটি রাজনৈতিক দল, এই সরকারকে স্বার্থক করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, কিন্তু একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের সাথে মেলাচ্ছে। দেশের কিছু ইউটিউবার আছে, যাদের কোনো কাজ নাই তারা এসব কাজ করছে। আমরা প্রমাণ করেছি গণতান্ত্রিক দল। কারণ আমরা সুষ্টুভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না।

আ. দৈ./ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
রাজনীতি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝