কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাসিক অগ্রগতি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য সেবা ও বিভাগীয় অন্যান্য সেবা এবং কার্যক্রম বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে কনফারেন্স হলরুমে এ সভা করা হয়। কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিচালক সাহেলা হোসেন, সহকারী উপ-পরিচালক সিসি ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ নুরুস সাফা চৌধুরী ৯ উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, কক্সবাজারে দ্বায়িত্ব প্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মকর্তা বৃন্দ। সভায় স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া। উপস্থিত এনজিও কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ তাদের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন। উপস্থিত সকলের আলোচনা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া। পরে কুষ্ঠ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডাঃ জিবেক ও বাংলা-জার্মান সম্প্রতির কর্মকর্তা।
আ. দৈ. /কাশেম / বিজন