ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই পতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নাটোর সদর হাসপাতালের সামনে থেকে নাটোর ডায়াবেটিস সমিতির আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদর হাসপাতালে এসে শেষ হয়।
পরে ডায়াবেটিস হাসপাতাল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাছুদুর রহমান,পুলিশ পরিদর্শক নীরেন নাথ, নাটোর ডায়াবেটিক সমিতির সাধরন সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা,সাবেক আবাসিক অফিসার আবুল কালাম আজাদ সহ ডায়াবেটিক সমিতির সদস্য ও সাধরন জনগন।
এ সময় বক্তারা বলেন ডায়াবেটিস একটি বিপাকীয় ব্যাধি। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় এবং এর ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশসহ পুরো বিশ্বেই দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা যায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে।
আ. দৈ. /কাশেম / মাসুদ