সিলেটের কানাইঘাট উপজেলায় ৭ দিন নিখোঁজের পর নালা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে শিশু মুনতাহা আক্তার জেরিনের। শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে বাড়ির পাশের একটি নালা থেকে গলায় রশি পেঁচানো নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যাকান্ডের ঘটনায় গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।মুনতাহার পরিবাররে দাবি, মুনতাহাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড। মুনতাহার পরিবার এই নির্মম হত্যকোন্ডের বিচার চায়।
গত (৩ নভেম্বর) রোববার সকালে বাবা তার মেয়ে মুনতাহাকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল যান। ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।
দৈ. বার্ত/া সরণি /কাশেম /রাধে মল্লিক