ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় রক্ষা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী সহ নয় দফা দাবীর বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বাউফল পাবলিক মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাও. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. মুহা. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, মাও. মুহা. কাজী গোলাম সরোয়ার, মাও. মুহা. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিল্পবের মাধ্যমে একজন সৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। তিনি অন্তর্বর্তিকালীন সরকারের কাছে দাবী জানান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। দেশ থেকে সকল ষড়যন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে হবে। বিগত হাসিনার সরকারের আমলে দেশে কোন ভোটারধিকার ছিল না। জনগণ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার সাথে ইসলামী আন্দোলনে কর্মীদের অবদান কম ছিল না। জামাতয়াত-বিএনপির বড় মাপের নেতাদের কোন অবদান ছিল লা।
তিনি আরো বলেন, দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতে আহবান জানান। ইসলামী আইন ছাড়া দেশে কেহ শান্তি দিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে হাত পাকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
আ. দৈ. / কাশেম / নাজিম