ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়াতুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রীজ আবারো হকার কাচামালের ব্যবায়াদের দখলে থাকায় জনসাধারণের চলাচল বিঘ্নিত হয়।
সোমবার ( ২৮ অক্টোবর) বেলা ১টার দিকে কোতয়ালী থানা পুলিশ ব্রীজের উপর থাকা হকারদের উচ্ছেদ করে। শহরের মানুষকে ভোগান্তি হীন যাতায়াত ও চাঁদাবাজ মুক্ত করতে এ অভিযান কর্মসূচী গ্রহন করে জেলা পুলিশ।
লোহার ব্রিজ নামে পরিচিত এ ব্রেইলী ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কুমার নদী পারাপার হয়। শহরের বাইরের থেকে আসা মানুষ শহরের প্রবেশমুখে নেমে শরীয়াতুল্লাহ বাজরে হেঁটে নিউ মার্কেট, চকবাজার, থানার মোড়সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে এই সেতু দিয়ে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ‘আমি নিজে ফোর্স নিয়ে বেইলি ব্রিজ দখলমুক্ত করতে এসেছি। নগর গুরুত্বপূর্ণ এই সেতু এখন থেকে দখলমুক্ত থাকবে। পাশাপাশি ফরিদপুর শহরের যেসব স্থানে অবৈধভাবে ফুটপাত দখলের কারণে জনগণের চলাচল ব্যাহত হচ্ছে, সেসব স্থান থেকে অভিযোগ পেলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জনগণের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।’
আ. দৈ. /কাশেম/ রানা