বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
১৬ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
সারাদেশ
অধিগ্রহণ ছাড়াই জমি দখলের অভিযোগ,‘আমার জমি চাই, নয় টাকা চাই’
মাদারীপুর প্রতিনিধি
Publish: Tuesday, 22 October, 2024, 4:44 PM  (ভিজিট : 120)

মাদারীপুরে ৫ শতাংশ ভ‚মি অধিগ্রহণ না করে অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে পরিবারের সদস্য সহ এলাকাবাসী অংশ নেয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৫৯ সালে সদর উপজেলার ১২৩নং কুকরাইল মৌজার বিআরএস ৪৯১ নং খতিয়ানে ৫৮০নং দাগের ৫ শতাংশ জমি পৈত্রিকসূত্রে ক্রয় করেন স্থানীয় সোনামদ্দিন চৌকিদারের ছেলে ছোহরাব চৌকদার। যার দলিল নং ৪৭৯৯, আর এস খতিয়ান নং ৫৩৩/৬, এস এ খতিয়ান নং ৪১০ (সাবেক ৪০১)। ওই জমি অধিগ্রহণের জন্য জজকোর্ট শ্রেণী পরিবর্তন করে সরকারের নামে রেকর্ডভুক্ত করে গণপূর্ত বিভাগ। এছাড়াও পরিমাপ না করেই দেয়াল নির্মাণ করে। 

পরবর্তীতে ২০২২ সালে ডিসি অফিসের এস.এ শাখা ২০২৩ সালের ১১ এপ্রিল তারিখের স্মারক উল্লেখ করে গণপূর্ত বিভাগ কে প্রতিবেদন দাখিল করলে আজও কোন উত্তর পাওয়া যায় নি। বিগত ২ বছর একাধিকবার ডিসি অফিসে যোগাযোগ করে গণপূর্ত বিভাগের কোন সাহায্য না পেয়ে ২০০৪-২০০৫ সালে মিস কেস  এবং এল.এ কেস করে অব্যবহৃত অধিগ্রহণকৃত সম্পত্তি পুনরায় গ্রহণক্রমে সরকারের খাতে আনয়ন এর বিজ্ঞপ্তি দেয়া হইলেও তার জমির দাগ মিলে নাই। এছাড়া আদালত কোন পদক্ষেপ ও প্রতিবেদন না দেওয়ায় হতাশার ও ক্ষোভ প্রকাশ করেন। এবিষয়ে সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী ছোহরাব চৌকদার বলেন, এই জমিটির আরএস ও এসএ বাবার নামে, বিআরএস আমার নামে। ২০০৬ সাল পর্যন্ত আমি খাজনা দিয়েছি। আজ ১৫ বছর যাবত আমার খাজনা নেয় না। খাজনার জন্য অনেক হয়রানী করেছে। খাজনা নেয় না। সরকারের কাছে আমার জোড় দাবী, হয় আমার জমি চাই, নয় টাকা চাই।

স্থানীয় আব্দুর রহমান বাহাদুর জানান, সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অফিস জমি অধিগ্রহণ করবে না, এটা হতে পারে না। আমরা চাই জমিটি অধিগ্রহণ করে নেওয়া হোক।

মাদারীপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ দেলোয়ার মাহফুজ সোহাগ জানান, এই ধরণের তথ্য ডিসি অফিস জেলা জজকে দিয়েছিল। আমরা একটি অনুলিপি পেয়েছি। সার্ভেয়ার ডেকে ওনি ওনার জায়গা বের করুক। তাহলে তো আমরা বুঝতে পারবো এই জায়গা সড়কের না ওনার। ওনার জমি মার্ক করলেই সব সমাধান হয়ে যাবে।এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল ইমলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখবো।

আ. দৈ. /কাশেম /ইমদাদুল
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ পদত্যাগ
ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা
কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেপ্তার
রাজউকের সহযোগিতায় ১৫০০ একর জলাধার উদ্ধারের অভিযানে ডিএনসিসি
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
হুদা কমিশনের বিরুদ্ধে সাড়ে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ, অনুসন্ধানে দুদক
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝