সিরাজগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের চাপে তিল ধারনের যেন জায়গা ছিল না। গাদাগাদি করে নেতা ও সমর্থকদের অবস্থান ছিল এই সমাবেশে। অতিরিক্ত নেতাকর্মী মঞ্চে ওঠার কারণে মঞ্চটি ভেঙ্গে পড়ে। এতে উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম, জেলা ও উপজেলার বিএনপি’র প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ মহীদ শামসুদ্দিন গেইট এলাকায় জেলা বিএনপি’র আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটেছে। এরআগে রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠন সম্পাদক আমিরুল ইসলাম আলীম এর বক্তব্য চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসনা তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের প্রায় শতাধিক নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
জানা যায়, মঞ্চে ইকবাল হাসান মাহমুদ টুকু বিকেল ৪টার দিকে সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এরআগে, জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী বলেন, দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সিরাজগঞ্জে আগমন উপলক্ষে দেখা একনজর দেখার কারণে মঞ্চে ওঠার কারণে এঘটনা ঘটে। এতে আমিসহ জেলা ও উপজেলার প্রায় ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
আ. দৈ. /কাশেম /আশরাফ