এখনকার সময়ে বড় পর্দার জনপ্রিয় মুখ নাজিফা তুষি। বছর দুই আগে ‘হাওয়া’ ছবিতে কাজ করার পর একটা লম্বা সময়ে জন্য দর্শকদের আড়ালেই চলে যান এই নায়িকা। তবে শ্যুটিংয়ের বাইরে অন্যান্য কাজে ব্যস্ত থেকেছেন তিনি। এরপর বাড়তে থাকে নায়িকার কাজের ব্যস্ততা। চুপিসারে বিভিন্ন কনটেন্ট ও ওয়েব সিরিজেও কাজ করেছেন, যদিও তা অধরা। সেগুলোর জন্য মাস কয়েক আগে ভক্ত-দর্শকদের ধৈর্য ধরতে বলেছিলেন তুষি।
সোমবার (১৪ অক্টোবর) ছিল নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। সেখানে বহু আলাপ করলেন তুষি। জানালেন, দিনটি উপলক্ষ্যে তার নিজের কোনো পরিকল্পনা থাকে না। এছাড়াও অন্যান্য বিশেষ দিনেও কাজের ব্যস্ততার মাঝে কাটাতে পছন্দ করেন নায়িকা।
তুষি জানালেন, জন্মদিনে অন্যরা তাকে অনেকটাই খুশি করে দেন তাকে। টেক্সট করে, ফোন করে, ভিডিও কলে আবার গিফট পাঠিয়ে রাঙিয়ে দেওয়া হয় অভিনেত্রীর জন্মদিনটি। পরিবারকে নিয়েও সময় কাটান তিনি। এছাড়াও বন্ধু, সহকর্মীরাও রয়েছেন সেই তালিকায়।
এরপর তুষি আলাপ করেন তার ক্যারিয়ার নিয়ে। অবশ্য এর ফাঁকে কথা হয় তার ব্যক্তিগত জীবন নিয়েও। তুষি জানালেন, তার মা-বাবা চান, যেন ভালোভাবেই সেটেল্ড হতে পারেন নায়িকা। বলেন, ‘মা-বাবা চান নিজেকে আরও গোছাই। নিজেকে আরও সময় দেই। সবাই তো চায় সন্তানকে ভালো জায়গা দেখতে।’
নিজের বিয়ে প্রসঙ্গে তুষি বললেন, ‘বিয়ে নিয়ে আমি নিজেই কম ভাবি। যে কারণে মা-বাবাও বিয়ে নিয়ে তেমন কিছু বলতে পারেন না। আমি এখন ক্যারিয়ারকেই গুরুত্ব দিচ্ছি বেশি।’
শেষে নিজের ক্যারিয়ার, নতুন কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেন তুষি। এখন নাকি হাতে কিছু কাজ রয়েছে- এমনটিই খবর দিলেন এই নায়িকা। তুষির কথায়, ‘হাতে কিছু কাজ রয়েছে, সেগুলোর দিকেই মনোযোগ। সিনেমা নাকি সিরিজে অভিনয় করছি, এগুলো এখনই বলা যাবে না। তবে দর্শক সামনে কিছু কাজ পাবে।’
এর আগে তুষি জানিয়েছিলেন, তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। তখনও দর্শকদের সেই অপেক্ষাতেই থাকার অনুরোধ জানিয়েছিলেন হাওয়া খ্যাত এই নায়িকা।