বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
জাতীয়
ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন: সিইসি
নিজেস্ব প্রতিবেদক
Publish: Monday, 3 November, 2025, 8:38 PM  (ভিজিট : 53)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে দেশ গণতন্ত্রের পথে এগুবে, নাকি সেখান থেকে সরে যাবে। 

আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে আনসার ও ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া পরিদর্শন এবং ২০২৫–২৬ সালের চতুর্থ পর্যায়ের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, যাতে গণতন্ত্র এগিয়ে যেতে পারে। কিন্তু ভালো নির্বাচন শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। এক্ষেত্রে ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

সিইসি বলেন, ‘আমি শুধু প্রধান নির্বাচন কমিশনার নই, এই দেশের নাগরিকও। নাগরিক হিসেবে এই নির্বাচন সফল করাটাই আমার দায়িত্ব।’
নির্বাচন সামনে রেখে আনসার–ভিডিপি সদস্যদের প্রশিক্ষণকে ‘একটি বিনিয়োগ’ হিসেবে উল্লেখ করে নাসির উদ্দীন বলেন, যত বেশি প্রশিক্ষণ দেওয়া যাবে, তারা তত বেশি দক্ষ ও আত্মবিশ্বাসীভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

ভুয়া তথ্যের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে সিইসি বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা সংবাদ ছড়ানো খুব সহজ। তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। ভুয়া তথ্য যাচাই ও প্রতিরোধে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ বিষয়ে আনসার সদস্যদের গ্রামীণ পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন। তিনি জানান, প্রবাসী ভোটার ও আইনত আটক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারবেন। ১৬ নভেম্বর ‘পোস্টাল ভোটিং অ্যাপ’ চালু করা হবে, যার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মতলেব সাজ্জাদ মাহমুদ বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা হবে পুরোপুরি ডিজিটাল। প্রতিটি ভোটকেন্দ্র থেকে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনা ও ছবি আপলোড করবেন। যা সংশ্লিষ্ট সেনাবাহিনী, পুলিশ বা আনসার তাৎক্ষণিকভাবে দেখতে পাবে ও ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবেন। পুরো মোতায়েন প্রক্রিয়া পরিচালিত হবে ‘এভিআইএমএস’ সফটওয়্যারের মাধ্যমে, যেখানে শতভাগ ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক। আগের মতো গ্রুপভিত্তিক মোতায়েনের প্রচলন চিরতরে বন্ধ করা হয়েছে, যা নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করবে।

আ.দৈ/আরএস


   বিষয়:  ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন: সিইসি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হিরো আলমকে আটক করতে গ্রেফতারি পরোয়ানা জারি
সেনা কর্মকর্তা সেজে প্রেমের জাল বুনলেন প্রতারক
দেশ ছেড়ে পালিয়েছে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ: এটিএম আজহারুল
হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় ভারতীয় দূত তলব
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ আটক ৩
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝