দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন,বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলেন সবার সহযোগিতা প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চিহ্নিত কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যাতে মনোনয়ন না পায়,এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।কারণ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দেশকে ধ্বংস করে।
তিনি বলেন,জাতীয় নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে হবে। এটি যদি বন্ধ না করা যায়, তাহলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না। আগামীতে সৎ, যোগ্য ও ভালো লোকজন নির্বাচিত হলে দেশে দুর্নীতি কমবে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের’ (র্যাক) সদস্যদের দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন।
দুদক চেয়ারম্যান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সাংবাদিকদের সততা ও সাহাসিকতর সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতার জায়গায় কোনো আপোস করা চলবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করেছে। এসব দুর্নীতিবাজদের দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে পরিচালনা করে যাচ্ছে।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর কাজটি অত্যন্ত কঠিন, এটা সহজ নয়। এরপর দুদক পাচারকরা অর্থ দ্রুত দেশে ফেরাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের আরো দায়িত্ববান হতে হবে।
সাংবাদিকদের এই কর্মমালায় দুনীতি দমন কমিশনের আইন ও বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও দুদকের মহাপরিচালক আবদুল্লাহ আল- জাহিদ।
আ. দৈ./কাশেম