বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
স্বাস্থ্য
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ডিএনসিসির
নিজস্ব প্রতিবেদক :
Publish: Sunday, 12 October, 2025, 5:01 PM  (ভিজিট : 74)

টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে আজ রোববার থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত  টানা দেড় বছর প্রতি কর্মদিবসে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। ডিএনসিসির আওতাধীন এলাকায় ১২,৯৪,০৬৯ জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, ডিএনসিসি’র আওতাধীন এলাকার ২,১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭,৬০,৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬ টি ইপিআই কেন্দ্রসমূহে প্রায় ৫,৩৩,২৭৯ জন শিশু ও কিশোরকে টিকা প্রদান করা হবে।

ডিএনসিসি’র আওতাধীন এলাকার ২১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০২ টি ইংরেজি মিডিয়াম স্কুলের ৫৪,৬৬৮ জন, ২১ টি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬,৪৬৫ জন ও ৫১০ টি মাদ্রাসার ৩,০৪,৩১৬ জন ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রমে প্রতিদিন ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন ¯েচ্ছাসেবী অংশগ্রহণ করবে।

আজ ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মোট ১০ দিন টিকা প্রদান করা হবে। ১৩ অক্টোবর  থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসমূহে এবং আগামী ০১ নভেম্বর  থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট/আউটরিচ ইপিআই কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে।  টিকা দান কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাল  সাড়ে ৩ টা পর্যন্ত পরিচালনা করা হচ্ছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন ভলান্টিয়ার কাজ করবে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৭২ হাজার শিশু ও ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ডিএনসিসি’র এ কার্যক্রম এ কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সার্বক্ষনিক সুপারভিশন ও মনিটরিং করবেন। টিকাদান কার্যক্রম সমন্বয়ে নগর ভবন, ডিএনসিসি পর্যায়ে একটি মনিটরিং সেল এবং মাঠ পর্যায়ের জন্য একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ কার্যক্রম এ জরুরী প্রয়োজনে ডিএনসিসি’র ৫ টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। আজ রোববার ১৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

আজ রোববার  (১২ অক্টোবর) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো: জাবের হোসেনের (পিএইচডি) সভাপতিত্বে টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিস রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা,
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী,স্বাস্থ্য সেবা বিভাগের  যুগ্মসচিব ডা. মো: শিব্বির আহমেদ ওসমানী, স্বাস্থ্য সেবা বিভাগের  যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের  যুগ্মসচিব মো: আহসান হাবীব, পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের  কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদার, অধ্যাপক ডা. আলী আকবর আশরাফী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./ কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি মহাসচিব সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইভ্যালির রাসেল-নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান ট্রাইব্যুনালে
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ
১৭ নভেম্বর হাসিনা ও আসাদুজ্জামানের মামলার রায়
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
স্বাস্থ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝