কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আবরার ফাহাদ স্মরণে নির্মিত চলচ্চিত্র "রুম নম্বর ২০১১" প্রদর্শনী করা হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে ইবি ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ চলচ্চিত্র দেখানো হয়।
প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা জানান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক কন্ঠ ছিলেন শহীদ আবরার ফাহাদ। তার কন্ঠ কিভাবে রোধ করা হয় আমরা উপলব্ধি করেছি। এত নির্মমভাবে আমাদের ফাহাদ ভাইকে হত্যা করেছিল গুন্ডা লীগ বাহিনী। দেশের প্রতি ভালোবাসা ছিল অকৃত্রিম যা তার কাছে শিক্ষণীয়। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমন নির্যাতনকারী গোষ্ঠী তৈরি না হোক এ বিষয় শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে।
ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন, শহীদ আবরার ফাহাদ এক অনুপ্রেরণার নাম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া শহীদ আবরার ফাহাদ শিখিয়ে গেছে দেশপ্রেম। তার স্মরণ আজকে এই চলচ্চিত্র প্রদর্শনী। আমরা প্রত্যেকে শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি হয়ে দেশের অখন্ডত্ব ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অপোসহীন ও লড়াই জারি রাখবো।
আ. দৈ./কাশেম