নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে মাঠে কাজ করা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ডেকেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় সিইসি জানান, নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে মাঠে কাজ করা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ডাকা হয়েছে। তাদের কাছ থেকে অনিয়মের কৌশল জানতে চাওয়া হয়েছে, যাতে আগামী নির্বাচনে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইসি অনিয়ম প্রতিরোধ করতে পারে।
সিইসি আরও জানান, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে দেশের ক্রান্তিলগ্নে নির্বাচন করতে যাচ্ছে ইসি। সুষ্ঠু নির্বাচন করতে সবার সহযোগিতা লাগবে। বিশেষ করে রাজনীতিবিদদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান সিইসি এম এম নাসির উদ্দীন।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করছে ইসি। ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।
আ.দৈ/ওফা