জনগণকে নিয়ে আগামী যে নির্বাচন হবে সেখানে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে অংশ নিলেও দেশের প্রধানমন্ত্রীর পদ নিয়ে সিদ্ধান্ত দেবে জনগণ। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি পুরো সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
বিবিসি বাংলার এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী আমি। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশআল্লাহ থাকবো আমি।’
দেশের গণতন্ত্রকামী জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড: তারেক রহমানদেশের গণতন্ত্রকামী জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড: তারেক রহমান
প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।’