প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বাইরে থেকেও ভোটাধিকার প্রয়োগের এ সুযোগকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
সিইসি বলেন, “বিশ্বের যেখানেই থাকুন না কেন, এবার আপনি ভোট দিতে পারবেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।”
প্রবাস থেকে ভোট দিতে হলে ‘Postal Vote BD’ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে বলে জানান সিইসি।
তিনি বলেন, “এই অ্যাপ ডাউনলোড করার পর ব্যবহারকারীরা একটি নির্দেশনামূলক ভিডিও পাবেন, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা থাকবে।”
রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্টের তথ্য প্রয়োজন হবে। এছাড়া ব্যবহারকারীদের ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন পদ্ধতির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে।
সিইসি বলেন, “রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। একই সঙ্গে ফেরত পাঠানোর জন্য খামও সরবরাহ করা হবে। ভোট দেওয়ার পর খামটি ডাকযোগে পাঠিয়ে দিলেই ভোট গণনায় যুক্ত হবে।”
‘Postal Vote BD’ অ্যাপে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সংশ্লিষ্ট দূতাবাস ও সরকারি গণমাধ্যমে।
প্রবাসী ভোটারদের এই সুযোগকে ‘একটি শিশুর প্রথম পদক্ষেপের’ সঙ্গে তুলনা করে সিইসি বলেন, “এই উদ্যোগ আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটি ঐতিহাসিক সূচনা। আমরা চাই প্রবাসী ভাইবোনেরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করুন, যাতে বিশ্বের যেখানেই থাকুন না কেন—বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর শোনা যায়।”
আ.দৈ/ওফা