পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে তার পাশ থেকে আওয়ামী লীগের লোকজন সরাতে বললেন স্থানীয় এক যুবদল নেতা।
তার মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো লোকের পুনর্বাসন না হয়, সেই দাবিও তোলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ওই যুবদল নেতার নাম হাসিনুর রহমান। তিনি ভজনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সারজিস আলমকে লক্ষ্য করে হাসিনুর রহমান বলছেন, ‘আপনার আশপাশের আওয়ামী লীগের লোকদের সরান। এই যে দেখেন, আমি দেখায় দিচ্ছি। আসেন, আপনি এগুলোকে সরান, এক্ষুনি সরান।’
জবাবে সারজিস আলম বলেন, ‘আমার জানামতে নাই।’ তখন হাসিনুর বলেন, ‘আছে, আমি দেখায় দিচ্ছি আপনাকে। আপনি তো এখন আমাদেরই লোক। আপনি নওশাদ ভাইয়ের (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক নওশাদ জমির) এলাকায় আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনি আওয়ামী লীগের লোকগুলোকে সরান।’
তখন সারজিস আলম বলেন, ‘আসুন হাঁটতে হাঁটতে কথা বলি।’ এসময় হাসিনুরসহ তিনি হাঁটা শুরু করেন। হাসিনুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আপনার ভূমিকা আছে। আমরা চাই, আপনি বড় নেতা হবেন। কিন্তু আপনার ডানে-বাঁয়ে আওয়ামী লীগের লোকজন ঘুরছে।
এর উত্তরে এনসিপির নেতা সারজিস আলম বলেন, ভাই, আপনি এটা ভালো করে জানেন, যেদিন ওরা ফিরে এসে আপনাকে ধরবে, ওইদিন আমারও গলা কাটবে। এটা তো মানেন। একপর্যায়ে তিনি হাসিনুরের সঙ্গে হাত মিলিয়ে বলেন, চলেন, আমরা সবাই একসঙ্গে চা খাবো।
এ বিষয়ে সারজিস আলম বলেন, এইটা ইনটেনশনালি করা হয়েছে। সে ওখানকার বিএনপির ছেলে। প্রথমে এসেই এমন কথা বলা শুরু করেছে এবং আরেকজনকে ভিডিও করতে বলা হয়েছে। আমি বলছি, কে দেখায় দেন। বলে, আছে একজন। বাইক নিয়ে চলে গেলো। ওরা হয়তো মনে করে যে, কাউকে বিব্রত করাটা পলিটিকস। সেখানে আওয়ামী লীগের লোক কেন থাকবে? আমি আমাদের কমিটির লোকজন নিয়েই সেখানে গিয়েছিলাম।