হিন্দু নারী ও মুসলিম পুরুষ ধর্ম পরিবর্তন না করে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তা অবৈধ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দেশের প্রচলিত আইন ও ইসলামী শরীয়তের আলোকে সম্প্রতি হাইকোর্টের তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ এই রায় দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেসব দম্পতিকে কেন্দ্র করে এই রায় দেওয়া হয়েছে, তারা কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। ধর্ম পরিবর্তন না করেই বিয়ের সম্পর্ক স্থাপন করা ইসলামী শরীয়ত এবং দেশের প্রচলিত আইন দুটোর সঙ্গেই সাংঘর্ষিক। ফলে এই বিয়ে বৈধ নয় বলেও আদালত রায়ে উল্লেখ করেন।
এ কারণে মামলায় করা তালাক সংক্রান্ত ডিক্রিও বাতিল করে দেন আদালত। বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) ১৮৭২ অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা চাইলে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারেন। তবে মুসলিমদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। আদালত স্পষ্টভাবে বলেন, মুসলিম নারী ও পুরুষ এই আইনের আওতায় না থাকায় তাদের এমন বিয়ে বৈধ নয়।
এ ধরনের রায়ের নজির শুধু বাংলাদেশেই নয়; গেল বছর ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টও এক রায়ে জানায়, ধর্ম পরিবর্তন না করে হিন্দু-মুসলিম বিয়ে বৈধ নয়। আদালতের মতে, ধর্মান্তর ছাড়া এ ধরনের বৈবাহিক সম্পর্ক মানসিক দ্বন্দ্ব ও বিচ্ছেদের ঝুঁকি তৈরি করতে পারে।
প্রসঙ্গত, ১৮৭২ সালে ব্রিটিশ সরকার ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিবাহের সুযোগ দিতে বিশেষ বিবাহ আইন প্রণয়ন করে। পরে ১৯৫৪ সালে এ আইনে সংশোধন আনা হয়। তবে মুসলিমদের ক্ষেত্রে শুরু থেকেই এই আইন প্রযোজ্য নয়।