নিউইয়র্কের টাইমস স্কয়ারের মঞ্চে এবার দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও জায়েদ খানকে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা একসঙ্গে নাচ পরিবেশন করবেন বলে জানিয়েছেন জায়েদ নিজেই।
প্রথমবারের মতো ভারতের খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করছেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে নিউইয়র্ক থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “খবরটি একেবারে সত্যি। এরই মধ্যে ঋতুপর্ণার সঙ্গে নিউইয়র্কে আমার দেখা হয়েছে। এবার টাইমস স্কয়ারের দুর্গোৎসবে আমাদের পারফর্মেন্স অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, অনেক দর্শক ও ভক্ত ইতোমধ্যেই তাদের প্রিয় গানগুলোর ওপর নাচ করার অনুরোধ জানাচ্ছেন। সেই প্রসঙ্গে জায়েদ বলেন, “যদি সুযোগ পাই, ‘সাগরিকা’ গানের সঙ্গে পারফর্ম করতে চাই। সেই গানটি আমার খুব প্রিয়।”
আগামী ৪ অক্টোবর নিউইয়র্কের টাইমস স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এটি প্রবাসী বাঙালিদের জন্য এক বিশেষ উৎসব হয়ে উঠেছে। ২০২৪ সালে প্রথমবারের মতো এই ঐতিহাসিক স্থানটিতে দুর্গাপূজার আয়োজন হয়েছিল, যা বিশ্বজুড়ে বাঙালিদের জন্য গর্বের বিষয় হয়ে ওঠে।
এ বছর সেই ধারাবাহিকতায় আরও বৃহৎ পরিসরে আয়োজিত হচ্ছে উৎসবটি, যেখানে থাকছে নাচ-গান, নাটক, পূজা ও নানা সাংস্কৃতিক আয়োজন। আর তারই অংশ হিসেবে এক মঞ্চে নাচবেন ঋতুপর্ণা ও জায়েদ।