আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর পুরো অক্টোবর সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।
ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুরুতেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
রুহুল আমিন মল্লিক আরও জানান, অক্টোবরজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে ইসির।
আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জানা গেছে, সংলাপের সময়সূচি প্রস্তুত করে রেখেছে ইসি সচিবালয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার নথিতে অনুমোদন করলেই অংশীজনদের জানানো হবে।
ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। আর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২২টি দল নিবন্ধনের অপেক্ষায় আছে।
আ.দৈ/ওফা