ভারতের উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়া থানা এলাকার কমলুপুর গ্রামে এক চমকপ্রদ ঘটনাকে কেন্দ্র করে চলছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক দুলাভাই ও তার শ্যালক যারা একে অপরের পরিবারের নারী সদস্যদের নিয়ে পালিয়েছেন প্রেমের টানে!
পুলিশ জানায়, ২৮ বছর বয়সী এক যুবক দীর্ঘদিন ধরেই নিজের ১৯ বছরের শ্যালিকা কল্পনার সঙ্গে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিলেন। অথচ ছয় বছরের দাম্পত্য জীবনে তার রয়েছে দু’টি সন্তান। অবশেষে গত ২৩ আগস্ট সকলকে চমকে দিয়ে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনায় দু’টি পরিবারেই পড়ে যায় খোঁজাখুঁজির হুলস্থুল। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই পরকীয়া কাহিনি।
দুলাভাইয়ের পালানোর পরদিন, অর্থাৎ ২৪ আগস্ট ঘটল আরেক বিস্ময়কর ঘটনা। এবার পালালেন ওই যুবকেরই ১৮ বছর বয়সী বোনকে নিয়ে তার শ্যালক। অর্থাৎ যার বোন নিয়ে পালিয়েছিলেন দুলাভাই, তিনিই আবার পালালেন দুলাভাইয়ের বোন নিয়ে! প্রেম এবং প্রতিশোধ যেন একসাথে হাত ধরেছে এ গল্পে।
এই দুই দিনে দুইজন পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো গ্রামে পড়ে যায় তোলপাড়। দু’টি পরিবারই নবাবগঞ্জ থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করে। শুরু হয় পুলিশি তদন্ত।
তদন্তের একপর্যায়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর পুলিশ উভয় যুগলকে খুঁজে বের করে থানায় হাজির করে। এরপর দুই পরিবারকেই ডেকে আনা হয়। তবে কোনো ধরনের উত্তেজনা না ছড়িয়ে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টি আপোষে মীমাংসা করে নেয় পরিবারগুলো।
নবাবগঞ্জ থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমরা উভয় যুগলকে উদ্ধার করি। দুই পরিবারের উপস্থিতিতে সব কিছু আলোচনা হয় এবং তারা নিজেরাই সমাধানে পৌঁছায়। কোনো আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ পরিবারগুলো একমত হয়েছে।”