রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জীবন (২১) ও আশিক (২২)।
গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দীন সামী।
তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান।
এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আশপাশের লোকজন এসে আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। পরে গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন ও আশিক এলাহি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।