শিক্ষা খাতের অনিয়ম ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন একটি সংবাদ সম্মেলন করেন।মঙ্গলবার, জাতীয় প্রেসক্লাবে সম্মেলনটি আয়োজন করে।
উক্ত আয়োজনে, সংগঠনটি জানায়, শিক্ষা খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করায় তারা শিক্ষা মাফিয়াদের টার্গেটে পড়েছে। এসময় নিন্দা জানানো হয় জাতীয় নাগরিক পার্টি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক এস এম শাহরিয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো মিথ্যা প্রচারণার।
এছাড়া প্রশ্নফাঁস, কোচিং বাণিজ্য ও পরীক্ষা কেন্দ্র বাণিজ্যের মতো অনিয়মে একটি চক্র দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করছে বলে অভিযোগ করা হয়। গণতান্ত্রিক আন্দোলনের নেতারা এনসিপিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল । কিন্তু এই বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয় নি। সংগঠনটি আরো জানায়, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে তারা শান্তিপূর্ণ ও আইনি পথে আন্দোলন চালিয়ে যাবে।