উজ্জীবন মধুবাগ, হাতির ঝিলের উদ্যোগে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বৃষ্টিভেজা ভোরে হয়ে গেল নজরকাড়া ও উপভোগ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রাজধানীর হাতির ঝিল মধুবাগ বটতলা থেকে শুরু হয় দৌড়।
মগবাজার,নয়াটোলা, বেগুনবাড়ি, বাড্ডা,মহানগর প্রজেক্ট,রামপুরা হয়ে মগবাজার টিএনটি মসজিদ চত্বরে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা। উজ্জীবনের প্রায় দেড়'শ সদস্য অংশ গ্রহণ করেন। হাতির ঝিলপাড়ের লোকজন মুহুর্মুহু করতালি দিয়ে প্রতিযোগিদের উৎসাহিত করেন। আনন্দমূখর পরিবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয় ম্যারাথন।
সংগঠনের সভাপতি সৈয়দ আকিব ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন। কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন মজুমদার।
এর আগে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট ২৫ 'এ মোঃ মুরাদ হোসেন মজুমদার এর দল চ্যাম্পিয়ান হয় মোঃ আবুল বাসার এর দলকে ১-০ গোল হারিয়ে।
টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ আকবর হোসেন, ম্যান অব দ্য সিরিজ মোঃ শরিফুল ইসলাম,সর্বোচ্চ গোলদাতা মোঃ পলাশ, সেরা গোলকিপার
মোহাম্মদ মানিক।
উল্লেখ্য,উজ্জীবন এর নিয়মিত ব্যায়াম অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দিন দিন যুক্ত হচ্ছেন স্বাস্থ্য সচেতন লোকজন।সকালে ঘুম থেকে উঠুন, হাঁটুন,ব্যায়াম করুন সূস্থ থাকুন উজ্জীবন সদস্যদের -এই শ্লোগানে প্রতিদিন মুখরিত হয় হাতিরঝিল বটতলা প্রাঙ্গন।
আ. দৈ./কাশেম/ ইমু