রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় পরিবারগুলো বলছে, বাসা থেকে ডেকে নিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা কেউ ছিনতাইকারী ছিল না। পূর্ব শত্রুতার জের ধরে হত্যার পর তাদেরকে ছিনতাইকারী সাজানো হয়েছে। হত্যাকারীরা স্থানীয় এবং রাজনৈতিক দলের প্রভাবশালী।
এদিকে আসামিদের নাম উল্লেখ করে থানায় মামলা করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। তারা বলেছন, । অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে এজাহার নেয়া হয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী মোঃ রফিকুল আহমদ বলেছেন, নিহতদের নামে ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। তবে তারা আসলেই ছিনতাইকারী ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত চলছে।