বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
রাজনীতি
উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ডাকসুতে ভোট গ্রহণ চলছে
নিজেস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 9 September, 2025, 1:02 PM  (ভিজিট : 35)

উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রযোগ করছেন ঢাবি শিক্ষার্থীরা। ভোপ গ্রহনের আগে থেকেই বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ঢাবির বিভিন্ন কেন্দ্রের সামনে অবস্থান নেন। 

 এদিকে নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ সকালে  মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে।

প্রার্থীরা বলছেন, এই আনন্দমুখর পরিবেশ বজায় থাকলে সষ্ঠেুভাবেই ভোট গ্রহন সম্পন্ন হবে। অবশ্য সকাল থেকে বেশকজন প্রার্ধী একে অপরের ওপর নিয়ম ভঙ্গের অভিযোগ করেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানিয়েছেন তারা নিয়ম মেনেই ভোটের মাঠে আছেন। এছাড়া ভিপি প্রার্থী সকলেই আশাবাদী এবং তারা বলছেন যেই জিতুর জিতবে তারা সবাই।

আ. দৈ. কাশেম/  ইমু
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ সন্ধ্যায়
১৭ নভেম্বর নির্ধারিত হবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়
জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝