বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ আজ সোমবার (৮ সেপ্টম্বর)। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২৪৫। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম স্থানে আছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। আইকিউ এয়ারের মানসূচকে শহরটির স্কোর ২৯৬। পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের লাহোর। হ্যানয়ের স্কোর ২৬২। লাহোরের ২৫৫।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।
ঢাকা ও আশপাশের সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩৭২), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৯৫) ও কল্যাণপুর (২৭২)। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি।