"বাংলাদেশ পন্থীদের হাতকে শক্তিশালী করুন" এই সোলোগান কে সামনে রেখে...২৪ শের জুলাই-আগস্ট বিপ্লবে যুগান্তকারী ভূমিকা রাখার জন্য "বর্ষাবিপ্লবে এফ এইচ হল" সম্মাননা-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।.
* অধ্যাপক ডঃ মোঃ আখতার হোসেন খান (উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি),
* অধ্যাপক ডঃ এ বি এম ওবায়দুল রহমান (উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
* জননেতা রকিবুল ইসলাম বকুল (ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
* অধ্যাপক ড. আব্দুস সালাম (ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
* অধ্যাপক ডঃ মোঃ কামরুজ্জামান ( ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
এবং ২৪ এর বিপ্লবের সম্মুখ যোদ্ধা হিসেবে ছাত্রদলনেতা
*এ বি এম ইজাজুল কবির রুয়েল (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)
* মোঃ মাহফুজুর রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন.... আমাদের যার যার অবস্থান থেকে "বাংলাদেশ পন্থীদের" হাতকে শক্তিশালী করা উচিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন... অধ্যাপক ডঃ মোঃ আখতার হোসেন খান,অধ্যাপক ডঃ এ বি এম ওবায়দুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আ ফ ম ইউসুফ হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ সামাদ মৃধা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন "বর্ষাবিপ্লবে এফ এইচ হল" সম্মাননা-২০২৫, বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ জামাল হোসেন মজুমদার ও সঞ্চালনা করেন রফিকুল ইসলাম লিটন,গোলাম মাহবুব পাভেল, সার্বিক তত্ত্বাবধানে ডঃ হাফিজুর রহমান, নাজিম উদ্দিন ভূঁইয়া শিশির, আজিজুর রহমান ফয়সাল, আহসানুল হক শুভ্র।
আ. দৈ./ কাশেম/এস রহমান