বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভারতের রাজস্থানের ভরতপুরে দায়ের হওয়া এই মামলায় আরও ছয়জনের নাম রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
মামলাটি করেছেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন, যার জন্য ৫১ হাজার রুপি অগ্রিম পরিশোধ করেন এবং বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে দেন। তবে গাড়িটি কেনার পর থেকেই একাধিক যান্ত্রিক সমস্যা দেখা দেয় বলে অভিযোগ করেন তিনি।
আইনজীবীর দাবি, গাড়িটির অ্যাকসেলেটরে গুরুতর ত্রুটি ছিল, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। একাধিকবার অভিযোগ জানালেও কোনও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের দ্বারস্থ হন।
এই মামলায় শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, তারা সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন এবং বিজ্ঞাপনে পণ্যটির প্রশংসা করেছেন। অভিযোগকারীর দাবি, তার মতো অনেকেই ওই বিজ্ঞাপন দেখে গাড়ি কিনেছেন, যা শেষে প্রতারণায় রূপ নিয়েছে।
এ বিষয়ে এখনো শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতোমধ্যে ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।