প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে ও তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এই অবরোধ শুরু হয়। ফলে শাহবাগের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ নামের কর্মসূচির আওতায় তারা এই অবরোধ করছেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গলা কেটে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেন বুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটি-সহ দেশের বিভিন্ন প্রকৌশল অনুষদ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকার বাইরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. প্রকৌশলী রোকনের বিরুদ্ধে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি,
২. প্রকৌশল পেশার নিরাপত্তা নিশ্চিত করা,
৩. প্রকৌশল খাত সংস্কারে একটি স্বতন্ত্র কমিশন গঠন।
এদিকে মঙ্গলবার সকালে ফেসবুক স্ট্যাটাসে আন্দোলনে সংহতি জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি লেখেন, “এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য, সব প্রকৌশলীর নিরাপত্তার জন্য। সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সেটা মাথায় রেখেই আমরা গত ৬ মাস ধরে চেষ্টা করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই।”
শাহবাগে অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে সায়েন্স ল্যাব, বাংলা মোটর, মতিঝিল, ফার্মগেট, টিএসসি এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।