ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাকে পুশইন করছেন না কেন?’
সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে ভারতে গেছেন, তাদের পুশইন করা হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতের এমন আচরণ। হাজার বছর ধরে যেসব মুসলমান নাগরিক ভারতে বসবাস করছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন—তাদের ‘‘বাংলাদেশি’’ আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সরকারের উচিত এদের পুশব্যাক করা।’
তিনি আরও বলেন, ‘এটা নতুন নয়, আগেও এমন চেষ্টা হয়েছে এবং তখন তা পুশব্যাক করা হয়েছিল। একটি দেশপ্রেমিক, জাতীয়তাবাদী সরকারের জন্য এটাই উচিত কাজ।’
ভারতে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকের টাকা পাচারকারী, গণহত্যাকারী, লুটেরা—এদের আশ্রয় দেওয়া হয়েছে ভারতে। কিন্তু শেখ হাসিনাসহ তাদের কাউকেই পুশইন করা হচ্ছে না।’
রিজভীর অভিযোগ, ‘ভারত এমন একটি সরকার চায়, যেটি তাদের পছন্দমতো চলবে। জনগণের পছন্দ-অপছন্দ তাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের মনোনীত প্রতিনিধিকে ক্ষমতায় রাখতে চায়, আর শেখ হাসিনা সেই প্রতিনিধির ভূমিকায় ছিলেন।’