সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়ে ৪০ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন। আজ বিকেলে তাদের এ হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতালে আসা কয়েকজন শিক্ষার্থীরা নাম জানা গেছে। তারা হলেন আশিক (১৯) রাকিবুল হাসান (২১) আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮) মুগ্ধ (১৯) অন্তর (২০) শাকিল (২৩) শাওন (১৯), তানসিন (২০) সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) ও নেহাল (২০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আজ দুপুর ২টার দিকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ ছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছে তাদের সঙ্গে।
শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয়। তখন সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। গেটের সামনেও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।
তবে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীদেরও পুলিশ, সেনাবাহিনীর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
এরপর থেকে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। শিক্ষার্থীদের অনেকে বর্তমানে গুলিস্তানের দিকে অবস্থান নিয়েছে।