বিমান দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে উত্তাল রাজধানী। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সচিবালয়ে প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।
এর আগে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন কলেজ—ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। সাইন্সল্যাব মোড় থেকে মিছিল করে তারা প্রথমে শিক্ষা ভবনে যান। সেখান থেকে পরে সচিবালয়ের দিকে রওনা হন এবং গেটে বসে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবি, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর পুলিশের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিয়ে ২০ মিনিট সময় নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখনই শুরু হয় সংঘর্ষ ও লাঠিচার্জ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে সচিবালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং পরে ভিতরে প্রবেশ করেন।
বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেরিতে পরীক্ষার স্থগিতাদেশ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এই আন্দোলন করছে বলে জানায় বিক্ষোভকারীরা। তাদের দাবি, এই দেরিতে সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে, অনেকে পরীক্ষাকেন্দ্রে গিয়ে ভোগান্তিতে পড়েছে।