রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আহতদের পাশে বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম থেকে তিনি এ শোক প্রকাশ করেন।এর আগে দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।