মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আজ যারা গোপালগঞ্জে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা আবার আসব গোপালগঞ্জে। গোপালগঞ্জকে মুজিববাদীমুক্ত, সন্ত্রাসমুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’
আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জবাসীকে উদ্দেশে করে তিনি আরো বলেন, ‘আপনারা যারা গণ-অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন—আপনাদের দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে না পারে।’
নতুন বাংলাদেশে গোপালগঞ্জ নামে কোনো বৈষম্য হবে না জানিয়ে তিনি বলেন, ‘চাকরিতে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসী আমরা সহ্য করব না।’পথসভায় বাধা ও সভাস্থলে হামলা নিয়ে তিনি বলেন, ‘মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে।
গণ-অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকেও বাধা দেওয়া হয়েছে। দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব ইনশাআল্লাহ।
আমরা যদি আজ এখানে বসে ঘোষণা দিই সারা বাংলাদেশ গোপালগঞ্জে এসে হাজির হবে। আজ যারা বাধা দিয়েছে প্রশাসন যদি এদের চিহ্নিত করে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আবার আসব গোপালগঞ্জে। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ।’
এদিকে এনসিপির সভা শুরুর আগে দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।