আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন এসআইসিআইপি প্রকল্প এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সার্বিক সহযোগিতায় এই কর্মশালাটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমাবর (১৪ জুলাই) এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, “নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের সার্বিক উন্নয়নে গতি আসবে। এই প্রশিক্ষণ হচ্ছে উদ্যোক্তা তৈরির একটি বাস্তব ভিত্তি।”
সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়। আমরা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছি। উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমরা দেশের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে চাই। আমরা এসব উদ্যোক্তাকে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে পাশে থাকবো।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, “সরকার ও ব্যাংক সমূহের সম্মিলিত প্রয়াসে উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক অগ্রগতি এখন সময়ের দাবি। এসআইসিআইপি প্রকল্পের আওতায় এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এসএমই খাতের পুনর্জাগরণ সম্ভব।”
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী, বার্ড পরিচালক আবদুল্লাহ আল-মামুন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
এই কর্মশালায় কুমিল্লা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসায়িক ধারণা, ব্যবস্থাপনা, বিপণন, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অংশগ্রহণকারীদের মাঝে প্রকল্পভিত্তিক অর্থায়ন ও ব্যবসার উদ্যোগ সংক্রান্ত সহায়তা ও পরামর্শ প্রদান করবে।