মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫,
৩১ আষাঢ় ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
ব্যাংক-বীমা
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Sunday, 13 July, 2025, 5:48 PM  (ভিজিট : 27)

জনতা ব্যাংক পিএলসি এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার (১৩ জুলাই)  ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লক্ষ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকা, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৮ শতাংশ ।  

আমদানি ও রপ্তানীর পরিমাণ যথাক্রমে ৪৩ হাজার ৩২৫ কোটি টাকা ও ৮ হাজার ১৫৫ কোটি টাকা। ফরেন রেমিট্যান্স খাতে অর্জন ২০ হাজার ২৮৯ কোটি টাকা, যা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। এ সময়ে শ্রেণীকৃত ঋণ হতে ৩০৩ কোটি এবং অবলোপনকৃত ঋণ ৬৬ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে। আকর্ষণীয় মুনাফায় নতুন নতুন প্রোডাক্ট চালু ও আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ফলে আমানতকারীর সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার বৃদ্ধি পেয়ে প্রায় ৯৮ লাখে উন্নীত হয়েছে। 

সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক বিভিন্ন খাতের  অবস্থা তুলে ধরেন। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম, মোঃ ওবায়দুল হকসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব মোঃ আব্দুল আলীম খান। 


সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, অ্যাপসভিত্তিক বিশ্বমানের আধুনিক ব্যাংকিং সেবা ই-জনতা চালু করেছে জনতা ব্যাংক। কোন চেক বই ছাড়াই এনড্রয়েড মোবাইলে QR কোড স্ক্যান করে ই-জনতা অ্যাপসের মাধ্যমে ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা উত্তোলন করা যায়। যে কোন ব্যাংকে অর্থ প্রেরণ, ডিপিএস ও ঋণের কিস্তি প্রদানেরও সুবিধা রয়েছে। এছাড়া বিকাশ বা নগদ ওয়ালেটেও টাকা পাঠানোর সুবিধা রয়েছে।


ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জানান, ২০২৪ সালে ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ জনতা ব্যাংক সরকারি কোষাগারে মোট ১ হাজার ৫৬০ কোটি টাকা জমা করেছে, যা আগের বছরের চেয়ে ১২৩ কোটি টাকা বেশি। এছাড়া জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। 

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি নেতার ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
গণভবন স্বৈরাচারের ঠিকানা, এটাকে সংরক্ষণ করতে চাই: আদিলুর রহমান
আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের
মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ
আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নাসির-তামিমা (ভিডিও)
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ৫ আসামি গ্রেপ্তার
‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি
সর্বজনীন পেনশন স্কিম গতিশিল করতে ১৭ ব্যাংকের সঙ্গে সমঝোতা
পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যায় তীব্র প্রতিবাদ জামায়াত আমিরের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝