শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সাভারে ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
জেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে, সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে, কোনোভাবেই সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। অন্তত গত ৩-৪ মাস দেখতে পারেন, যেখানেই ঘটনা ঘটেছে, আসামি গ্রেপ্তার করেছি। কোনো আসামি আর বের হতে পারছে না।
১৪টি খাল ও একটা বিল সংস্কার করা হলে সাভারে জলাবদ্ধতা কমতে পারে বলে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, প্রথম কথা, আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের ২০টা খাল এবং তুরাগ নদীটা করেছি। এগুলোর অর্থ আমরা যোগাড় করেছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগের কাজটা হয়ত শুরু হয়ে যাবে। বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে শুরু হবে বলে আশা করি। বাকি জায়গার যেগুলো খাল, যেমন: বুড়িগঙ্গা দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, কর্ণপাড়া খাল। একটা প্রক্রিয়ার বিষয় আছে তো, সবখানে সব খাল দখলমুক্ত, দূষণমুক্ত করতে আমরা হয়ত উদ্যোগ নিতে পারব না। কিন্তু, কাজটা যেন শুরু হয় এবং কাজটা কী করে শুরু করলে টেকসই করা যায়, সেই কাজটা আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকমভাবে চট্টগ্রামের একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে করে দিয়েছি। এগুলোর কাজ ইনশাআল্লাহ শুরু করে দেব।
অবৈধ ইটভাটা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যেগুলো অবৈধ, সেগুলোর বিরুদ্ধে এবার জোরালো অভিযান হয়েছে কি না, সেটা বলেন। হয়েছে সাভারে? প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে কি হয় নাই সাভারে? এর আগে এত পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই? এখন আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না। আমি ১১ মাসেরটুকু বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার, তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টের যতটা কাজ, তার থেকে কিছুটা নিয়ে, ওর থেকে কিছুটা নিয়ে আমরা করেছি। ২০৪টা ইটভাটার কথা বলছেন, যে জায়গায় করা নিষেধ, সেই জায়গায় পড়েছে, তারপরও এগুলোকে লাইসেন্স ও ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি। সেগুলোর তালিকায় দেখা যাচ্ছে, বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হবে জুন, জুলাই, আগস্টে। মাত্র হাতেগোনা ৬-৮টার থাকবে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত। যেটা জুলাই-আগস্টে চলে যাবে, সেটার আর বৈধতা থাকবে না, যদি না আমরা বৈধ না করি। তাহলে আমি সুযোগ দেখছি না রিনিউ করার। আর যেগুলো আছে, ৬-৮ টা; সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
সাভার ট্যানারির পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাভার ট্যানারি অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়। তবে, এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে, নানা সংস্কার, নানা সীমাবদ্ধতার কারণে সিইটিপি কার্যকর করা হয়নি। সেজন্য এই সিইটিপিকে বিসিকের হাত থেকে সরিয়ে নিয়ে নতুন করে সিইটিপি করা ছাড়া নতুন কোনো গন্তব্য নাই। সেটা শিল্প মন্ত্রণালয় আপনাদের ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমার পক্ষ থেকে আমি যেটা করতে পারি, সেটা আমি করেছি। সেটা হলো—এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ফ্লোরিং করে, একটা আবদ্ধ জায়গায় রাখা ও ব্যবস্থাপনা করা যায়, এইটুকু ব্যবস্থা আমরা শিল্প মন্ত্রণালয়কে দিয়েছি।
পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিষয়ে উপদেষ্টা বলেন, অনেক জায়গায় পরিবেশ অধিদপ্তর নানা অনিয়মের কারণে ব্যবস্থা নেয় না। কিন্তু, কোনো কোনো জায়গায় কাজ করতে গিয়ে দেখি আমি, পাঠাবার মতো লোক পাই না। লোকই আছে মাত্র ৪ জন। কোনো ক্ষেত্রে সমন্বয় করে কাজ করতে হয়। এই ধরেন, জুলাই-আগস্ট-সেপ্টেম্বরে কারখানার বিষয় নিয়ে শুরু হবে। আবার ডিসেম্বরে শুরু হবে ইটভাটা নিয়ে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় এক দিনে সাভারে ১ লাখ গাছের রোপণের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ নিলেও সাহস করে অনেকেই এগিয়ে আসেন না।
উপদেষ্টা আরো বলেন, সাভারের আমিনবাজার ও মাতুয়াইলে সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল থেকে আবর্জনা পোড়ানো বন্ধ না হলে কখনোই ঢাকার বাতাস দূষণমুক্ত থাকবে না বরং দিন দিন তা বাড়তেই থাকবে। বৃক্ষরাজি কম থাকায় উষ্ণতা বেড়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন পরিবেশ উপদেষ্টা। উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এদিকে, যুবদল নেতা হত্যার বিষয়ে প্রশ্ন করলে রিজওয়ানা হাসান এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। শুধু পরিবেশ বিষয়ে প্রশ্ন করার অনুরোধ করেন তিনি।