আ. লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা বলেন তিনি।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগকে রিফাইন্ড করার জন্য আন্তর্জাতিকভাবেও ষড়যন্ত্র চলছে। নির্বাচন বা নানা দর্শনের নামে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরানো কোনো সুযোগ নেই। যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে এক হয়েছে সবাই, সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে, নয়তো আবারও ফ্যাসিবাদের জাঁতাকলে পড়তে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিটি দলের নিজস্ব মতামত থাকবে, নিজেদের সমালোচনা থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাইকে এক থাকতে হবে। সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে, তবে সবার আচরণ থাকতে হবে শিষ্টাচারের মধ্যে।