অবশেষে সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করেছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের নিয়োগ পাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিন। ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওইদিন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনও পালিয়েছেন।
এতোদিন আত্মগোপনে থেকে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) তিনি কয়েকজন সহযোগিকে সাথে নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে হাজির হন। এ্ই খবরে সাধারণ মুসল্লিরা মুফতি মাওলানা রুহুল আমিনকে বাধা দেয়। একপর্যায়ে মসজিদের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিষয়টি দেশি বিদেশী গণমাধ্যমে প্রচারিত হয়। যার প্রেক্ষিতে সরকার তাকে অপসারণ করেছে বলে জানা যায়।
আ. দৈ. /কাশেম